বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ গ্রেফতার
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ভয়ে বাংলাদেশে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে। আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময়ে খবর এসেছে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়ত করোনার ভয়ে চলে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাত ৩ টায় মিরপুর সাড়ে ১১ থেকে বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest