বরিশালে ফরচুন সু কোম্পানির পরিচালনা অব্যাহত রয়েছে

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

বরিশালে ফরচুন সু কোম্পানির পরিচালনা অব্যাহত রয়েছে
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :- বরিশালে প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে ফরচুন সু কোম্পানি পরিচালনা অব্যহত রয়েছে।সরকারের নির্দেশকে অমান্য করেই এই সু কোম্পানি চলমান রাখছে বলে দাবী এলাকাবাসীর। অত্র এলাকাবাসীর ভীতর একটা ক্ষোভ বিরাজ করছে, তারা বলেন আমরা সরকারের নির্দেশ অনুযায়ী ঘরে লকডাউনে আছি, আর ফরচুন সু কোম্পানি আমাদের সন্তানদেরকে বাধ্য করে ফ্যাক্টরীতে যাবার, না গেলে নাকি বেতন দিবে না। এলাকার সচেতন মহল জানিয়েছেন যখন ফরচুন সু কোম্পানি ছুটি দেয় তখন প্রায় হাজার উপরে কর্মী এলাকার বিভিন্ন যায়গায় ছড়িয়ে যায় এতে করে আমরা এলাকার মানুষ খুবই আতংকিত। অপর দিকে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, খোঁজ নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ আশ্বাস দিছেন। করোনা ভয়াবহ রুপ ধারন করায় গতকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার বলেছেন, করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতা মূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে, অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধ সহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকান সমূহ খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ঔষধ তথা মেডিকেল সার্ভিস সমূহ ব্যতিত সকল দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধ করতে হবে। অপ্রয়োজনে কাউকে ঘরের বাহির পাওয়া চলবে না। এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest