তালতলীতে আত্মসমর্পণ কারী মাদকসেবী ও ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতারন।।

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

তালতলীতে আত্মসমর্পণ কারী মাদকসেবী ও ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতারন।।
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বরগুনার তালতলী থানা পুলিশের কাছে বিভিন্ন সময় আত্মসমর্পণ কারী মাদকসেবী ও ব্যবসায়ীরা, অন্ধকার ছেড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ডাকে আলোর পথে ফিরে এসেছেন, বর্তমানে করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পরেছেন তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে । বুধবার ( ৮এপ্রিল) সকাল ১০টায় তালতলী থানার সামনে নিরাপদে দুরত্ব বজায় রেখে তাদের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতারন করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুজ্জামান এ সময় আলোর পথে ফিরে আসা নবী হোসেন বলেন ‘দিনে আত্মগোপন, রাতে র‌্যাব-পুলিশের ভয়ে নির্ঘুম কাটানো। সেই সঙ্গে মরণঘাতী মাদকের ভয়াবহ ছোবল। প্রতিটি মুহূর্ত যেন ভয় আর উৎকণ্ঠায় কাটছিল। এর মধ্যেও মাসে মাসে মামলার ঘানি টানতে আদালতে কাঠগড়ায়। কখনোবা স্বজনদের ছেড়ে জেলখানার চার দেয়ালে বন্দি।’ ‘সব মিলিয়ে ধীরে ধীরে ছোট হয়ে আসছিল অভিশপ্ত জীবন। ভেবেছিলাম আর বোধ হয় বাঁচা হবে না। কিন্তু না, খুঁজে পেয়েছি আলোর দেখা। মা-ভাই এবং স্ত্রী-সন্তানকে নিয়ে বেশ ভালোই কাটছে জীবন সংসার। দেখছি সৎ পথে বড় হওয়ার স্বপ্ন। মানুষের কাছ থেকে পাচ্ছি আত্মসম্মানও। আসলে মাদক কোনো ভালো জীবন নয়। এটি একটি অভিশপ্ত জীবন। আমি ফিরে এসেছি। এখনো যারা এই অভিশপ্ত জীবনে রয়েছেন আমি মনে করি তাদেরও ফিরে আসা উচিত।’ এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন যারা মাদক ছেড়ে আলোর পথে এসেছে তাদের পুলিশ বা কোনো আইন-শৃঙ্খলা বাহিনী এখন আর বিরক্ত করছে না। তারা শান্তিতে বসবাস করছে। এবং করোনা ভাইরাসের পাদুর্ভাবে অ সহায় হয়ে পরেছে তাদের ৩০ জনকে আমরা খাদ্য সামগ্রী বিতারন করছি। সেই সাথে তিনি আরো বলেন। আবার যারা আত্মসমর্পণ করে পুনরায় মাদকের জগতে ফিরে গেছে তাদের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা চাই না কারোর বিরুদ্ধে মামলা হোক, আর সেই মামলা চালাতে গিয়ে বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ুক। তাই যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। চাইলে তারাও আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসুক। এতে অন্যদের মতো তারাও ভালো থাকবেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest