লালপুরে বিপুল উৎসাহ উদ্দিপনায় বাংলা নববর্ষ উদযাপিত 

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি। 

বিপুল উৎসাহ উদ্দিপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরের লালপুরে উদযাপিত হয়েছে  বাংলা নববর্ষ। এবারে রমজান ও ঈদের  ভাবগাম্ভীর্য রক্ষায় লালপুরে পয়লা বৈশাখ ছিলো বাঙালির বাড়তি আনন্দ। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে বরণ করতে সকাল থেকে লালপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ও উপজেলা চত্বরে পান্তা -ইলিশের আয়োজন করা হয়। লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১( লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এডিশনাল ডিআইজি আলমগীর কবির পরাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহমেদ,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, সোলাইমান হোসেন রিপন, রফিকুল ইসলাম শাহীন, প্রভাষক মোঃ কায়কোবাদ প্রমূখ। এর আগে সকালে মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীর সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি প্রতিষ্ঠানর বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest