তালতলীতে দরিদ্র মানুষের বাড়ি খাবার পৌঁছে দিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

তালতলীতে দরিদ্র মানুষের বাড়ি খাবার পৌঁছে দিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিনি কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এ খাবার পৌঁছে দেন। উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ বলেন করোনা ভাইরাসের কারনে অ ঘোষিত লকডাউন চলছে এ সমস্যায় দেশের খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। তারা যাতে খাদ্যের প্রয়োজনে বাড়ি থেকে বের না হন, এজন্য তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শতাধিক পরিবারের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছেন। তিনি আরো জানান, আমি অন্যর আর্থিক সাহায্য নিয়ে ব্যক্তিগত উদ্যোগে যে খাবার দরিদ্রদের মাঝে পৌঁছে দিয়েছি তা থেকে অন্যরা অনুপ্রাণিত হলে আমার উদ্যোগ সফল হবে। তিনি জানান, প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু পিঁয়াজ, তৈল দেওয়া হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest