ক্ষুধার্তদের সহযোগিতা করুন: এসএসপি

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

ক্ষুধার্তদের সহযোগিতা করুন: এসএসপি

আলোকিত সময় ডেস্কঃ দেশের তৃণমূল সাংবাদিকদের প্রানের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির সভাপতি জনাব এস.এম.সামছুল আলম নিক্সন, (ঢাকা) সাধারন সম্পাদক জনাব জালালউদ্দিন জুয়েল (পটুয়াখালী) সহসভাপতি জনাব রোমান চৌধুরী (বরিশাল) ও সাংগঠনিক সম্পাদক জনাব হাসান আলম সুমন( ঝালকাঠি) তে ক্ষুদ্র আকারে হলেও, মধ্যবিত্তদের গোপনে ত্রান সহায়তা অব্যাহত রেখেছেন।এসএসপির সভাপতি ও সাধারণ সম্পাদক, এসএসপি সারা দেশের সদস্যদের ক্ষুদ্র পরিসরে হলেও, গোপনে সহায়তা করার উদ্যোগ গ্রহনের আহবান জানান। দেশ ব্যাপি আজ করোনা তান্ডব। স্বাভাবিক জীবনযাত্রা লক ডাউন। এই মরণঘাতী ভাইরাস থেকে বাঁচতে মানু আজ ঘর বন্দি। ক্ষুধাকে তো আর বুঝিয়ে বন্দি করা যায় না।আমরা তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ।এখানে দরিদ্রের সংখ্যাই বেশি। দেশের প্রায় ৬০% মানুষ দৈনিক কর্ম না করলে রাতে তার ঘরের চুলো জ্বলে না।এমতবস্থায় দেশের অধিকাংশ মানুষ এখন খাদ্যসঙ্কটে। সরকার প্রধান এই সংকট মোকাবেলায় যথেষ্ট উদ্যোগী হলেও মাঠ পর্যায়ে নৈরাজ্য ও অনিয়ম।অবশ্যই সরকার বিব্রত হচ্ছে। কোন সেবা কেন্দ্র জনকল্যাণে আসছে না।সেটা সাস্হ হোক বা খাদ্য। তবে পুলিশ, সেনাবাহিনী ও সেচ্ছাসেবীরা আজ করোনা যোদ্ধা।সাধুবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। মধ্যবিত্তরাই আজ বড় অসহায়। ৩৩৩/৯৯৯ হটলাইন কিছুতেই রক্ষা করছে না।হাত পাতার চেয়ে আত্মাহত্যাই ভালো।এমন চিন্তাও অনেকের।এই অবস্থায় দেশের বিত্তবান, সুশীল সমাজ ও প্রকৃত দেশ প্রেমিক রাজনৈতিক নেতাদের উদ্যোগ এখন খুবই প্রয়োজন।আপনার এই সংকটের মুহূর্তে দেশের মানুষদের অন্তত দু’বেলা হলেও খাবারের ব্যাবস্থা করুন।মানুষ বাঁচাতে হাত বাড়ান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest