ভোলায় নৌ-যান শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিলেন ইউএনও

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

ভোলায় নৌ-যান শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিলেন ইউএনও
ইমতিয়াজুর রহমান , স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস আতঙ্কে সারাদেশ। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলোকে। এমন পরিস্থিতিতে এবার ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান ১৫০ জন নৌ শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন। শুক্রবার বিকালে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের (স্পীড-বোট) ড্রাইভার,শ্রমিক,হেলপারদের সহ দরিদ্রদের মাঝে এই খাবার বিতরন করেন। এসময় তাদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, আলু, তেল ও সাবান বিতরন করা হয়। এ সময় সকলকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে বিশেষ অনুরোধ জানানা উপজেলা নির্বাহী কর্মকর্তা । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানায়, সরকারি তালিকার বাইরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না বা বঞ্চিত বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এমন পেশার মানুষকে যাদের বাড়িতে খাদ্য সহায়তা নেই তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুয়াযী অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest