কসবায় লকডাউন উপেক্ষা করছে জনগণ, প্রশাসনের উদাসীনতা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

কসবায় লকডাউন উপেক্ষা করছে জনগণ, প্রশাসনের উদাসীনতা
মারিয়া ভূঁইয়া জেবিন কসবা প্রতিনিধি :- লকডাউনের মাধ্যমে সারাদেশে মহামারীর প্রকোপ ঠেকাতে দেশের বিভিন্ন জায়গার মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার ,কসবা থানার অন্তর্গত ১০নং বায়েক ইউনিয়ন এর গৌরাঙ্গুলা গ্রামের বাজারে যাওয়ার একমাত্র পথ হরিপুর ব্রিজের উপর ও গত ৭ই এপ্রিল উক্ত উপজেলার উপজেলা নির্বাহি অফিসার এর তত্ত্বাবধানে বেরিকেট দেওয়া হয়। কিন্তু ৮ই এপ্রিল বিভিন্ন যানবাহন ও স্থানীয় মানুষের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের তাগিদে উক্ত ব্রিজের বেরিকেটি ভেঙ্গে ফেলা হয়। এছাড়াও উক্ত স্থানে নিরাপত্তা কর্মিদের টহলের অভাব রয়েছে। মেনে চলছে না কেউই স্বাস্থ্যবিধি। ফলে এলাকাটি চরম স্বাস্থ্য ঝুঁকি ও রোগের সংক্রমণের মুখে রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest