তৃতিয় ধাপে ১০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে ত্রাণ বিতরন করেন কলাপাড়া সরকারি এমবি কলেজ ছাত্রলীগ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

তৃতিয় ধাপে ১০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে ত্রাণ বিতরন করেন কলাপাড়া সরকারি এমবি কলেজ ছাত্রলীগ
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণের ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন কলাপাড়া সরকারি এমবি কলেজ ছাত্রলীগ। শনিবার তৃতীয় ধাপে ১০০ পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়েছে। সরকারি এমবি কলেজ ছাত্রলীগ এর সভাপতি হিরন মিয়া ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী খাদ্য সামগ্রী বিতরন করেন। তারা ত্রাণ নিয়ে কলাপাড়া পৌর সভা ও টিয়াখালী ইউনিয়নের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সরকারি কলেজ ছাত্রলীগ’র সভাপতি হিরন মিয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা দুইভাই কাজ করে যাচ্ছি। সাধারন সম্পাদক অমি গাজী বলেন সপ্তম দিনের মত আমরা খাদ্য সামগ্রী বিতরন করেছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত আছে এবং দরিদ্র কোন পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে। তিনি কলাপাড়ার সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest