ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা রোগী শনাক্ত-৩

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা রোগী শনাক্ত-৩

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা রোগী শনাক্ত। ঠাকুরগাঁওয়ে দুই উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনিবার (১১ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এ জেলা থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ জেলা থেকে সম্প্রতি নিজ জেলায় এসেছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে তাদের বসবাসরত গ্রাম লকডাউন করা হয়েছে। এ জেলা থেকে প্রথম করোনায় আক্রান্ত হলো। এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে। তাদের চিকিৎসায় চিকিৎসকরা তৎপর রযেছে। তবে আতংকিত না হয়ে সকলকে সচেতন হয়ে হোম কোয়ারেইন্টেনে থাকার পারামর্শ দেন তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest