চট্টগ্রামের শিক্ষা উপমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

চট্টগ্রামের শিক্ষা উপমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
আলোকিত সময় ডেস্কঃ  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে যার যার ঘরে অবস্থান করার জন্য পুনরায় নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। রোববার(১২ এপ্রিল) বেলা ১২ টায় সদরঘাটস্থ ইসলামিয়া কলেজ ক্যাম্পসে খাদ্য সামগ্রী বিতরণকালে উপমন্ত্রী এ আহবান জানান। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী শতাধিক প্রতিবন্ধীর মাঝে উপহার সামগ্রী তুলে দেন। উপমন্ত্রী বলেন, “কেউ সর্দি, কাশি বা জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হট লাইনে যোগাযোগ করবেন”। তিনি নগরবসীকে গুজবে কান না দেওয়ারও আহবান জানিয়ে বলেন, “আপনারা করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে নিজ নিজ ঘরে অবস্থান করুন।” তিনি আরো বলেন, “খাদ্য সংকটের কথা বিবেচনায় জননেত্রী শেখ হাসিনা নিম্ম আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর কর্মসূচী ঘোষণা করেছেন।”এছাড়াও অনেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে এসেছেন। যাতে অন্তত দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে হলেও করোনার ভয়াল থাবা থেকে মুক্ত থাকা যায়। বঙ্গবন্ধু যুব- ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক দুইবার নির্বাচিত ভিপি খলিলুর রহমান নাহিদের নিজস্ব অর্থায়নে শতাধিক প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদ বলেন, “অসহায় মানুষের প্রতি রাষ্ট্র, সরকার কিংবা ধনিক শ্রেণির যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে সরকারের পাশাপাশি আমরাও ক্ষুদ্র পরিসরে অসহায়, দুঃখী মানুষকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।” মানবিকতাবোধ থেকেই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের গরীব, সহায়হীন মানুষের পাশে দাঁড়াতে তিনি সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ৩০ নং মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জহির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইবনে সালাউদ্দিন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোস্তফা মোরশেদ, কাউন্সিলর নিলু নাগ, সংগঠনের কর্মকর্তা এমদাদুল হক মিলন, সাজ্জাদ হোসেন, জাহেদ আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান মনি, জাফর ইকবাল, মো. সোলেমান, আজিজুর রহমান আজিজ, তোফায়েল আহমেদ রয়েল,আশিকুন্নবী চৌধুরী, এস এম করিম, রাহুল বড়ুয়া, আবু তাহের রনি, জয় দে, ফয়সাল সাব্বির, সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, মীর মোহাম্মদ ইমতিয়াজ, রিয়েল দত্ত প্রমূখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest