নিজ নির্বাচনী এলাকায় দিনরাত কাজ করছেন খালিদ মাহমুদ চৌধুরী

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

নিজ নির্বাচনী এলাকায় দিনরাত কাজ করছেন খালিদ মাহমুদ চৌধুরী
চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল) সংসদীয় আসনে শ্রমজীবী কর্মহীন ও দুস্থ প্রায় ২০ হাজার পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া অব্যাহত রেখেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুধু নির্বাচনী এলাকায় নয়, পুরো দিনাজপুরে এরই মধ্যে লক্ষাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া অব্যাহত রেখেছেন। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কাজ করছেন তিনি। বোচাগঞ্জ ও বিরল এলাকায় সর্বপ্রথম তিনি চাল, ডাল, আলু, লবন, সাবান, তেলসহ খাদ্য সামগ্রী এবং করোনা প্রতিরোধে সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেন। ইতোমধ্যে দুটি উপজেলায় কোয়ারেনটাইন সেন্টার তৈরি করা হয়েছে। গতকাল ও আজ ঢাকা থেকে আসা প্রায় ১০জনকে ১৪দিনের জন্য সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু আমার নির্বাচনী এলাকা নয়, পুরো দিনাজপুরে আমরা কাজ করছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দলীয় নেতাদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। প্রশাসন ও নেতাকর্মীদের ফোন নাম্বার এবং আমার ফোন নাম্বার ‘হট লাইন নাম্বার’ হিসেবে দেয়া হয়েছে। বিভিন্ন মসজিদে সাবান ও বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের রাস্তার মোড়ে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest