কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে করোনা ভাইরাসের: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে করোনা ভাইরাসের: স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ দেশে কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাসের ট্রান্সমিশন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সোমবার (১৩ এপ্রিল) তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। সেটি যেন ব্যাপকভাবে না ছড়ায় সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ এড়াতে লকডাউন করা হয়েছে। কিন্তু অনেকেই লকডাউন মানছেন না। বাইরে ঘোরাঘুরি করছেন। কিন্তু আমাদের পরামর্শ হলো ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঘরে থাকুন, ভালো থাকুন। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা কোভিড যোদ্ধা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালেও সেবা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৩ জন। মোট মারা গেছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪২ জন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest