নাটোরের বিভিন্ন গ্রামে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন শিমুল এমপি

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

নাটোরের বিভিন্ন গ্রামে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন শিমুল এমপি
বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবের কারনণে নিম্নআয়ের মানুষ অসহায় দিনযাপন করছে।সেই সব মানুষের কথা চিন্তা করে, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার সকালে উপজেলার বারুহাট গুচ্ছগ্রাম ও বাকশোর ঘাট এলাকার অসহায়, দরিদ্র, দিনমুজুর, ভ্যান ও রিক্সা চালকসহ ২৫০জনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। শফিকুল ইসলাম শিমুল এমপি জানান, এর আগে তিনি ইউপি চেয়ারম্যান এবং দলের সভাপতি সাধারণ সম্পাদক এর মাধ্যমে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। আজকে আবারো তিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে যারা সহায়তা পাননি তাদের হাতে এই খাদ্যসহায়তা তুলে দিচ্ছেন। কোভিড-১৯ এর কারণে পহেলা বৈশাখ উদযাপন করতে না পারায় মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস কিছুই নেই। তাই এ সময়ে তিনি সাহস যোগাতে মানুষের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করছেন। তিনি আরো জানান আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন একদিন এই আঁধার কেটে যাবেই।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest