বরিশালে বিসমিল্লাহ ট্রেডার্স থেকে টিসিবির পণ্য আত্মসাৎ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

বরিশালে  বিসমিল্লাহ ট্রেডার্স থেকে টিসিবির পণ্য আত্মসাৎ
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ সারাদেশে যেভাবে দিন দিন বেড়েই চলেছে চাল চোর ডাল চোরদের উপদ্রব,বরিশালও তার ব্যতিক্রমে নয়। আজ বরিশাল লাইন রোডে বিসমিল্লাহ ট্রেডার্স এর পক্ষ থেকে আনুমানিক সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৫ টা ৩৫ মিনিট পর্যন্ত ১১-০৫২২ পিকআপ ভ্যানে করে টিসিবির তেল, ছোলা বুট, চিনি, ডাল বিক্রির কার্যক্রম চলে । বিসমিল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী নিপু নেগাবান এপ্রিল মাসের ১/২তারিখ টিসিবির মাল ছাড়িয়ে নিয়ে আসে কিন্তু তা জনগণের মাঝে বিক্রি না করে, নিজে আত্মসাৎ করে বলে তার সংবাদ পাওয়া গেছে এবং তাকে মুঠোফোনে সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি তার কোন সঠিক উত্তর দিতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের মালামাল আত্মসাৎ কারীদের বিরুদ্ধে কঠোর বিচারের হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও ক্রমাগত তারা চালিয়ে গেছে এসব দুর্নীতি। এমনকি আজ ০৫:৩৫ এর ভিতর মালামাল দেওয়া শেষ না করে পিকআপ চালিয়ে দ্রুত টিসিবির ব্যানার গুছিয়ে গাড়ির ভেতর লুকিয়ে রেখে বাজার রোডের ভিতর হাটখোলা চিনি পট্টির ভিতরে চলে যান। তখন তার কাছে মজুদ ছিল গাড়িতে ১০ বস্তা চিনি, বেশ কিছু তেলের কার্টুন,ছোলা বুট এবং ডাল। গাড়িটি যখন চলে যাচ্ছিল তখন এক ভদ্রলোক বারবার বলতে থাকে,”আমাকে তিন কেজি ছোলা বুট দেন” কিন্তু তার কথা না শুনেই তারা দ্রুত গাড়ি চালিয়ে চলে যান।
তখন সেই ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হলে তিনি তার নাম বলেন মিন্টু দে (নুপুর হোটেলের স্টাফ লাইন রোড) তিনি তিন কেজি ছোলা বুট গাড়িতে চেয়ে ছিলেন কিন্তু তাকে তা দেওয়া হয়নি। আমাদের সংবাদকর্মীরা সেই গাড়ির পিছু নেয় শেষমেষ দেখা যায় তারা সেই আত্মসাৎ করা মালামাল চিনি পট্টির ৩ টি গোডাউনে ভাগ ভাগ করে ঢুকিয়ে রাখেন যার ভিডিও ফুটেজ আমাদের সংবাদকর্মী ধারণ করেন।
বিস্তারিত আসছে……

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest