রূপগঞ্জে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজিব ও মাসুম চৌধুরী অপু

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

রূপগঞ্জে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজিব ও মাসুম চৌধুরী অপু
শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে লক ডাউনে থাকা নিন্ম আয়ের দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের অর্থায়নে খাদ্য সামগ্রি পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রাজিব ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধূরী অপু। রূপগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন ভুঁইয়া নাদিম ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লা আল মামুন দোলনের তত্বাবধানে ১৪ এপ্রিল মঙ্গলবার দিন ব্যাপি এ খাদ্য সামগ্রি বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দেওয়ান মোহাম্মদ মহসিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আরিফ খান জয় প্রমুখ। এদিন উপজেলার জাঙ্গীর, হারিন্দা, ভিংরাবোসহ আশপাশের গ্রামের ৮৫০ জন দরিদ্রের বাড়িতে এসব খাবার পৌঁছে দেয়া হয়। এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম চৌধূরী অপু বলেন, করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশনা মানতে গিয়ে অনেক নিন্ম আয়ের মানুষজন কষ্টে দিনাতিপাত করছেন। তাদের মাঝে অনেকেই আবার লোক লজ্জার দরুন দরিদ্র তালিকায় নাম ওঠাচ্ছেন না। তাছাড়া সত্যিকারের যারা অসহায় তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করবো আরো যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসবেন। এছাড়াও সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রাজিব বলেন, করোনা ভাইরাস নামক মহামারীর কারনে গোট বিশ্বের মতো আমরাও সঙ্কিত। এর মাঝে বহু অসহায় পরিবার রয়েছে। তাই রূপগঞ্জের নিন্ম আয়ের মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ব্যক্তিগত উদ্যোগে মানবিক বিবেচনায় আমরা তাদের পাশে দাড়াচ্ছি। যারা খাবার নিয়ে সংকটে থাকবেন তাদের দিকে সাধ্যমতো নজর রাখবো। এ সময় তিনি বিত্তবানদের প্রতি বৈশাখী মেলায় প্রচুর খরচ করতেন যারা তাদের খরচটা গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার আহবান জানান তিনি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest