নাঙ্গলকোটে ত্রানের জন্য হাহাকার

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

নাঙ্গলকোটে ত্রানের জন্য হাহাকার
এ বি এম ফরহাদ পাবেল নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কয়েকটি গ্রামে ত্রানের জন্য হাহাকার করেছেন, খুদ্র নিম্ম আয়ের মানুষরা। এসব ত্রাণ বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে,স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। দরিদ্র ও কর্মহীন পরিবারের অভিযোগ করোনাভাইরাস এর প্রভাবে হোম করেন্টাইনে থাকায় আয়, রুজি বন্ধ হয়ে গেছে। জীবিকা নির্বাহ করতে পারছিনা। মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদেরকে । হেসাখাল ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার ফরাদের বিরুদ্ধে ত্রান সামগ্রী না দেয়ার অভিযোগ করেছেন – হেসাখাল খামার বাড়ীর মৃত মোতালেব হোসেনের ছেলে জসিম উদ্দিন ,মৃত মুসলিমুর রহমানের ছেলে নবী হোসেন , মৃত আবদুল মোতালেবের স্ত্রী রাবেয়া খাতুন , মৃত আবদুল বারেকের ছেলে মিলন ,মৃত মোতালেবের ছেলে মাইন উদ্দিন সহ শতাধিক দরিদ্র পরিবার। তারা জানান, ফরাদ মেম্বার নির্বাচিত হওয়ার পর গত ৪ বছরে এক বারও এই বাড়ীতে সরকারি কোন অনুদান দেননি। এই বিষয়ে অভিযুক্ত ফরহাদ মেম্বার বলেন, মোট ৩ ধাপে ৩৫জনকে ত্রান সামগ্রী দিয়েছি । দলীয় ভাবে এই ৩৫জনের মধ্যে থেকে ২০জন দলীয় নেতাকর্মীকে খাদ্য সামগ্রী বিতরণ করি । ইউপির চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া বলেন, করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন ও অসহায় পরিবারদের মাঝে এখন পর্যন্ত সরকারি ভাবে উপজেলা পরিষদ থেকে ১৭০ জনের জন্য ১৭শ কেজি চাউল দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর নিজ তহবিল থেকে ১৭০ জনের জন্য, ডাউল, আলু, তেল, দেয়া হয়েছে। নিজ তহবিল থেকে ১৮শ, কেজি চাউল,ডাউল, আলু, তেল ১৮০ জনের মাঝে বিতরন করা হয়েছে। অপরদিকে হোম করেন্টাইনে থাকার জন্য ও দরিদ্র ও মধ্য বৃত্ত পরিবারের যাদের ঘরে খাদ্য সামগ্রী নেই তাদের তালিকা করা হচ্ছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest