এসএসসি ও সমমানের ফল প্রকাশ স্থগিত,পরিস্থিতি স্বাভাবিক হলে ফল ঘোষণা

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ স্থগিত,পরিস্থিতি স্বাভাবিক হলে ফল ঘোষণা
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি :-  ঢাকা করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। পরিস্থিতি স্বাভাবিক হলে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক জানিয়েছেন, ফল দেওয়া যাবে না তা নয়, কিন্তু এখন কোনোভাবেই ফল ঘোষণা করা হবে না। যান চলাচল শুরু হলে, পরস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা হবে। গত কয়েকবছর ধরেই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাসের প্রকোপের কারণে এবার তা হচ্ছে না। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest