পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান দিলেন নওগাঁর জেলা প্রশাসক

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান দিলেন নওগাঁর জেলা প্রশাসক
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:   নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় শতাধিক পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ত্রান হিসেবে এই খাদ্য সাম্যগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদের নির্দেশনায় জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে এই ত্রান সামগ্রী দেয়া হয়েছে। নওগাঁ জেলা পত্রিকার হকার্স কল্যান সমিতিরি সভাপতি আতোয়ার হোসেন জানান, করোনা ভাইরাসের কারনে গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত নওগাঁ জেলার সকল পত্রিকা বিক্রেতা পত্রিকা বিক্রয় বন্ধ হয়ে থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এসময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে পত্রিকা বিক্রেতাদের দুর্দশার কথা বললে স্যার এই সহযোগিতার ব্যবস্থা করে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পত্রিকা হকার্স কল্যান সমিতির সভাপতি আতোয়ার হোসেন, সাধারন সম্পাদক বেলাল হোসেন ও সংবাদপত্র এজেন্ট ইয়াছিন আলী উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest