বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলীকে ২৫৬ বস্তা সরকারি চালসহ গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলীকে ২৫৬ বস্তা সরকারি চালসহ গ্রেফতার
আলোকিত সময় ডেস্কঃ  বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলীকে ২৫৬ বস্তা সরকারি কাজের বিনিময় খাদ্য কর্মসূচি (কাবিখার) ২৫৬ বস্তা চালসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলে পাঠিয়েছে। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল্লাহ ছাদিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীর গোডাউনে খাদ্য মন্ত্রনালয়ের সরকারি কাজের বিনিময় খাদ্য কর্মসূচি (কাবিখার) চাল অবৈধভাবে ক্রয় করে রেখেছেন তিনি। এছাড়া ক্রয়কৃত চালগুলো তিনি বস্তা পরিবর্তন করে বিক্রি করতেন। এমন সংবাদের ভিতিতে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাজারের উত্তর পাশের ঐ গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গোডাউন থেকে ২৫৬ বস্তা কাবিখার সরকারি চাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানান বানারীপাড়ার ইউএনও। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, সরকারি চাল উদ্ধারের ঘটনায় ওই ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest