দাউদপুর ৯ নং ওয়ার্ডের হতদরিদ্রের দায়িত্ব নিলেন যুবলীগ নেতা আজিজুল মালূম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

দাউদপুর ৯ নং ওয়ার্ডের  হতদরিদ্রের দায়িত্ব নিলেন যুবলীগ নেতা আজিজুল মালূম

শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে লক ডাউনে আটকে থাকা অতি দরিদ্রদের চিহ্নিত করে তাদের খাবার চাহিদা মেটাতে মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালূম। ইতোমধ্যে ১হাজার দরিদ্র পরিবারকে ঘরে ঘরে চাল,ডাল,মুড়ি,পিঁয়াজ,তেল,লবনসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রি পৌঁছে দিয়েছেন তিনি। ৫ দিনের কর্মসূচীতে ২০ এপ্রিল সোমবার সকালে দাউদপুর ৯ নং ওয়ার্ডের কাজিরবাগ এলাকায় খাদ্য সামগ্রি বিতরন করেন তিনি। এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আজিজুল মালূম বলেন, নারায়ণগঞ্জ ১ ( রূপগঞ্জ) আসনের এমপি,পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর( বীর প্রতিক) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মোর্তজা পাপ্পা’র নির্দেশনায়,রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন’র অনুপ্রেরণায় এবং স্বীয় মানবিক বিবেচনায় নিজের অর্থায়নে আমার নিজ গ্রাম শিমুলিয়া ও আশপাশের গ্রামে দেবই,কাজিরবাগসহ ৯ নং ওয়ার্ড বাসির জন্য খাবার নিয়ে প্রস্তুত আছি,ইতোমধ্যে ১ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। এছাড়াও আমার মুঠোফোন নাম্বার যারা সত্যিকারের অভাবি তাদের জন্য সব সময় খাদ্য সহায়তা দেয়ার চেষ্টা করছি। তারা যাতে উপোষ না থাকে,এমন হতদরিদ্রদের চিহ্নিত করেছি। তাদের খাবারসহ প্রয়োজন দেখাশুনা করবো। এ সময় তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে পরিচ্ছন্ন জীবন যাপন ও নিরাপদ দূরত্ব বজায় রাখবো অন্যকে তা মানতে বলবো।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest