নওগাঁয় চাল,পিয়াজ রসুনের বাজারে আগুন দ্রত বাজার মনিটরিং এর দাবী

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

নওগাঁয় চাল,পিয়াজ রসুনের বাজারে আগুন দ্রত বাজার মনিটরিং এর দাবী

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাসকে পূজি করে এক শ্রেণীর মুনাফাকারী কলোব্যবসায়ীরা চাল,ডাল,পিয়াজ,রসুন, ঝালহস বিভিন্ন দূর্ব্যরে দাম আগুন মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষ চোখে অন্ধকার দেখছেন। নওগাঁ জেলার বিভিন্ন হাট বাজারে ওইসব নিত্য প্রয়োজনীয় দূর্বের দাম বৃদ্ধি পাওয়া ক্রেতারা বিপাকে পড়েছেন। সচেতনদের দাবী দ্রত বাজার মনিটরিং কর্মিচির কার্যক্রম জোরদার না করলে রমজান মাসে ওইসব কালোবাজারী ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠবেন।

সূত্র সতে জানায় যায়,সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাব পড়ায় স্বর্ণ-৫ চাল ২৮টাকা কেজির চাল বর্তমানে ৪২টাকা,৩৫টাকা কেজির জিরাসাইল চাল ৬০টাকায় বিক্রি করছে খুচরা বিক্রিতারা। ওইসব খুচরা ব্য্ধসঢ়;সায়ীরা বলছেন, মিল মালিকেরা চালের দাম বৃদ্ধি করায় আমাদেরকে কেজি প্রতি ৩/৪ টাকা লাভে বিক্রি করতে হচ্ছে।

সমালোচদের দাবী, মিল মালিকেরা সেন্ডিকেট করে রোপা মৌসুমে কৃষকদের কাজ থেকে ৬শ/সাড়ে ৬শ টাকায় ধান কিনে মজুত রেখে এখন তারা দ্বিগুণ দামে ওইসব ধানের চাল বিক্রি করছেন।

অপরদিকে তিনদিন আগে খুচরা বাজারে ৩০টাকা কেজির পিয়াজ এখন ৬০ টাকা কেজি,৫০টাক কেজির রসুণ ,২০০টাকা কেজির ঝাল ৩০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। ওইসব ব্যবসায়ীদের বক্তব্য মোকামে বেশী দামে কিনতে হচ্ছে। সমালোচকেরা দ্রুত বাজার নিয়ন্ত্রে বাজার মনিটরিং জোরদার করার জন্য শেখ হাসিনা সরকারের সূদৃষ্ঠি কামনা করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest