পঞ্চগড়ের করোনার উপসর্গ নিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

পঞ্চগড়ের করোনার উপসর্গ নিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১৬ বছরের এক শিক্ষার্থী। বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোলেমান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ওই শিক্ষার্থী উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামের বজলুর রহমানের ছেলে। সোমবার (২০ এপ্রিল) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ তার শরীর থেকে করোনা উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী আরো জানান, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের বাড়িটি লক ডাউন করা হয়েছে। কেউ যাতে তাদের বাসায় না যায় এবং তাদের বাসা থেকেও যাতে কেউ বের না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। চিকিৎসক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী জ্বর, গলা ব্যাথাসহ করোনার উপসর্গে ভুগছিলেন। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রবিবার (১৯ এপ্রিল) তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তবে জন্ডিসে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ওই ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, ৩ মাস পূর্বে তার বড় ভাই মালদ্বীপ থেকে বাড়িতে আসেন তার আর এক ভাই গাড়ি চালক সেও ঢাকা থেকে বাসায় ফিরেন এবং করোনার উপসর্গ সব মিলে এলাকার মানুষ বিষয়টি নিয়ে আতংঙ্কিত।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest