ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
রাজধানীর গুলশানে গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ নতুন দিন ধার্য করেন।
২০১৮ সালের ২০ মার্চ রাত ৯টার দিকে রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।একজন গলাকাটা এবং অন্যজন ঝুলন্ত অবস্থায় ছিলেন।
এ ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়। বাসস
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST