৩০টি বাড়ি সহ ১টি বাজার লক ডাউনে ও করোনা আক্রান্ত শিশু আইসোলেসনে

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

৩০টি বাড়ি সহ ১টি বাজার লক ডাউনে ও করোনা আক্রান্ত শিশু আইসোলেসনে
গোলাম মাহমুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধি: করোনা প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার সহ ৩০টি বাড়ি লকডাউন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশির গাজী। বৃহস্পতিবার রাতে জেলায় এই প্রথম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি কন্যা শিশু করোনা পজিটিভ হয় । এরপর শনি ও শুক্রবার ২দিনে ওই শিশুটির বাসস্থান কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার সংলগ্ন গ্যাস ফিল্ড রোডের পন্ডিত বাড়ি,আশে পাশের ৫টি বাড়ি ,পাশ^বর্তী বোরহানগঞ্জ বাজার তার স্বজনদের বাড়ি সহ ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে । উপজেলা প্রশাসন, ভোলা নৌকন্ডিনজেন্ট ও থানা পুলিশ ওইসমস্ত বাড়িগুলো মনিটরিং করছেন। এদিকে করোনা আকান্ত শিশুটি বর্তমানে আইসোলেসনে আছেন এমন বক্তব্য উপজেলা স্বাস্থ্য বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ সূত্রে জানা যায়,উপজেলার উল্লেখিত স্থানে করোনা আক্রান্ত রোগি সনাক্ত হওয়ায় সংক্রামক ,রোগ প্রতিরোধ ,নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ৬১নং আইনের-(১)(২)(৩)–ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ওই রোগির বাসস্থান পন্ডিতবাড়ি স, পাশ্ববর্তী দত্তবাড়ি,কার্তিক বাবুর বাড়ি,দয়ারামের বাড়ি,শাহজাদা পাটোওয়ারির কলোনি, হরিপদ মাষ্টারের বাড়ি, বোরহানগঞ্জ বাজার এবং পৌরসভার ১নং ওয়ার্ডের কিত্তনিয়া বাড়ি,হাওলাদার বাড়ি,৫নং ওয়ার্ডের ভাওয়াল বাড়ি লকডাউন ঘোষণা করা হয় করেন সহ ২দিনে ৩০টি বাড়ি লকডাউন করা হয়। লকডাউনকৃত এলাকায় গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবায়, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা,খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest