নেত্রকোনায় দুর্গাপুরে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

নেত্রকোনায় দুর্গাপুরে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রকোপে এক মাস ধরে অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। গণপরিবহনকারী যানবাহন, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছুই লক ডাউনের কারণে প্রায় বন্ধ । ফলে সে দিন এনে দিন খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। এই দুরবস্থায় অন্যের দেওয়া খাদ্যই যেন একমাত্র ভরসা নিম্নআয়ের মানুষগুলোর । তার উপর শুরু হয়েছে পবিত্র মাহে রমজান । সিয়াম সাধনা ও ত্যাগ-তিতিক্ষার এই মাস প্রতিটি মুসল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ । পবিত্র এই মাসে নামাজ আর রোজার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিন পার করেন মুসল্লিরা । তবে করোনার প্রভাবে রোজা রাখাও যেনো কষ্টে পরিণত হয়েছে নিম্নের মানুষগুলোর । এমন অবস্থায় নেত্রকোনার দুর্গাপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রমজানের দ্বিতীয় দিনে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি । বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে উপজেলার মাঝিয়াইল গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিশ্চিত করে ৯৫০ জন পরিবারের মাঝে চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ এই ইফতার বিতরণ করা হয় তারা । পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান নেতাকর্মীরা । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চান, আহবায়ক সাবেক পৌর যুবদল মোঃ হারেজ গনি, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আব্দুল আওয়াল, সাবেক সাধারন সম্পাদক পৌর বিএনপি মো. আতাউর রহমান ফরিদ, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, যুবদল নেতা মোহাম্মদ আলী, ছাত্র নেতা সম্রাট সহ প্রমুখ । এদিকে একই দিন উপজেলার ঝানজাইল বাজারে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে কয়েক শতাধিক হত-দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । এই সময় কাকুর গলাই ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে দিন এনে দিন খাওয়া মানুষগুলো আজ অনেকটাই অসহায় । তাই আমরা কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশে এইসব অসহায় মানুষগুলোর পাশে পবিত্র রমজান মাসে উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করছি ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest