ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান তামিম ইকবাল খান দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর জানান তামিম নিজেই।
তবে তাতে তিনি কিছু লিখেননি। শুধু একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কার্ডে লেখা- ‘হ্যালো, আই অ্যাম অ্য গার্ল। মিস আলিশবা ইকবাল খান।’ মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
সে কারণে ভারত সফরে না গিয়ে ছুটি নিয়েছিলেন তিনি। সন্তান সম্ভবা স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST