নেত্রকোনার পূর্বধলায় ফেইসবুকে কবিতা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগে থানায় অভিযোগ এলাকায় মানববন্ধন

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

নেত্রকোনার পূর্বধলায় ফেইসবুকে কবিতা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগে থানায় অভিযোগ এলাকায় মানববন্ধন
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি:-  নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফেইসবুকের এক কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ এনে থানায় অভিযোগ করেছে এক ব্যাক্তি। এছাড়াও এ ঘটনায় সোমবার দুপুরে উপজেলার মহিলা সংস্থার সামনে এক মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় কবিতা লেখক মনি রানী কর্মকারের কুশ পুত্তলিকা দাহ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি মুলক কবিতা লেখার প্রতিবাদ জানিয়ে স্থানীয় ধর্মপ্রান মুসলিম সমাজ এই মানববন্ধন করে ও কুশ পুত্তলিকা দাহ করে। এসময় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানব বন্ধনকারীরা জানান, তারা করোনা ভাইরাস সংক্রান্ত নিরাপত্তা দূরত্ব বজায় রেখেই এই প্রতিবাদ করেন। মানব বন্ধনে স্থানীয় মুসলিম সমাজ মাননীয় প্রধানমন্ত্রী এর নিকট মনি রানী কর্মকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সেইসাথে সর্বোচ্চ শাস্তি না হলে ভবিষ্যতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসুচীর ডাক দেয়া হবে বলেও তারা জানায়। আরো জানা যায়, নেত্রকোনার পূর্বধলার মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার ফেসবুকে তোরা চাল চোর নামে একটি কবিতার দুই লাইনে ছিলো “প্রকাশ্যে তোদের দাড়ী টুপি নামায রোজা, আড়ালে তোরা হারাম খোর,” যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এটি ফেসবুকে ভাইরাল হলে ফেসবুক ব্যাবহারকারীদের তোপের মুখে সে কবিতাটি ডিলিট করে নেয়। এ বিষয়ে উপজেলার গিরিয়াসা গ্রামের আশরাফুল আলম মিন্টুর ছেলে মোঃ শেখ ফরিদ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। মানববন্ধনের কথাও শুনেছি। মনি রানীর দাবী তার আইডিটি হ্যাক হয়েছিলো। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest