বরগুনায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু; স্ত্রী পলাতক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

বরগুনায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু; স্ত্রী পলাতক
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় প্রাথমিক ভাবে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মানিউর রহমান নিশাত (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি সদর উপজেলার বরগুনা পৌরসভার কেজি স্কুল সড়কের আইয়ুব ম্যানসন সংলগ্ন গোলাম সরোয়ার নান্টুর ছেলে। সোমবার (২৭এপ্রিল) ভোর রাতের দিকে বরগুনা পৌরসভার কেজি স্কুল সড়কের বাড়িতে মারাযান তিনি ।স্বামীর মৃত্যুর পর স্ত্রী পলাতক রয়েছে ।নিহত নিশাত গোলাম সরোয়ার নান্টুর ছেলে। নিশাতের পরিবার সুত্রে জানা গেছে,গোলাম সরোয়ার নান্টুর এক ছেলে এক মেয়ের মধ্যে নিশাত ছোট।নিশাত মানসিক প্রতিবন্ধী ছিলেন।দীর্ঘদিন দরে প্রচন্ড শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে ভুগছিল।গতকাল রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে নিশাতকে কাশির ওষুধ খাওয়ানো হয়।রাতে আবার শ্বাসকষ্ট বেড়ে গেলে সদর হাসপাতালে যোগাযোগ করলে তারা গুরুত্ব দেয় নি।একপর্যায়ে পৌনে চারটার দিকে মৃত্যু হয় নিশাতের ।সেই ঘটনার পরপরেই নিশাতের স্ত্রী এলিনা (২৫) বাড়ি থেকে পালিয়ে তার বাবার বাড়ি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজিরহাট গ্রামে চলে যায়। বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই নিশাতের পরিবারের উচিত ছিল বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা। কিন্তু তারা তা না করে ভুল করেছেন। মৃত নিশাতসহ তার বাবা-মা এবং তার কাছাকাছি থাকা স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, নিশাতের স্ত্রী এলিনা পালিয়ে তার বাবার বাড়ি পাথরঘাটা উপজেলায় গেছেন বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাথরঘাটা উপজেলা প্রশাসন এর মধ্যেই ওই বাড়ি লকডাউন করে দিয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest