বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত’এ ৬ ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত’এ ৬ ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা

গোলাম মাহমুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বেশি দামে পন্য বিক্রয়ের অপরাধে ভোলার বোরহানউদ্দিনে ৬ ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ভোলা নৌ-কন্টিনজেন্ট ও স্থানীয় পুলিশের সহযোগিতায় স্থানীয় পৌরবাজার ও কুনেঞ্জর হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,মাহে রমাজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার উল্লেখিত ৩ বাজারে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অপরাধে পৌরবাজারের আড়তদার নয়ন,লোকমান কে ২০ হাজার টাকা করে একই অপরাধে বেগুন ব্যবসায়ী মনিরকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।
অন্য একটি অভিযানে কুঞ্জের হাট এলাকার ব্যবসায়ী হাফেজ ,আলাউদ্দিন,শ্রীধাম কে ৫ হাজার টাকা করে এবং বাচ্চুকে ২ হাজার টাকা সহ মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এই কর্মকর্তা আরও জানান,অতিরিক্ত মুনাফা লোভীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest