হিলি চেকপোস্টে পাসপোর্ট যাত্রীরা হয়রাণীর শিকার হচ্ছে

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরের হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীকে হয়রাণী করার অভিযোগ পাওয়া গেছে। ফলে দিন দিন কমছে পাসপোটে যাত্রী পারাপার। সরকার রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর। ভারতের যোগাযোগের ভৌগোলিক দিন থেকে হিলি বন্দর সুবিধাজনক হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভারত ভ্রমন পিপাসু পাসপোর্ট যাত্রীরা হিলি স্থলবন্দর দিয়ে ভারতে গমন করে থাকেন। ভারতে গমন ও আগমনের সময় হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা লাগেজ ও দেহ তল্লাসির নামে পাসপোট যাত্রীদের নানা ভাবে হয়রানীসহ যাত্রীদের অকর্থ ভাষায় গালাগালি করে থাকেন। যাত্রীরা এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন প্রতিকার হচ্ছেনা। বরং তাদের হয়রানীর হার দিন দিন বাড়ছে। এতে করে কমে আসছে যাত্রী পারাপারের সংখ্যা, সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে গত ১২ নভেম্বর হাকিমপুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় পাসপোর্ট যাত্রীদের অযথা হয়রানী না করার জন্য হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কোম্পানী কমান্ডারকে বলা হয়। উপজেলা নিবার্হী অফিসার মো: আব্দুর রাফিউল আলম বলেন, পাসপোর্ট যাত্রীদের ব্যাগ বা লাগেজ তল্লাসির নামে অযথা হয়রানী যা তে না করা হয়। এর পরও থেমে নেই হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হয়রানী, হিলি স্তানীয় সাংবাদিক ও দক্ষিন বাসুদেবপুর গ্রামের লুতফর রহমান বলেন, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি দেশে আসার জন্য সেদেশের হিলি ইমিগ্রেশনে পাসপোর্ট এট্রি সহ কার্যক্রম সম্পন্ন করেন। এরপর তিনি চেকপোস্টের জিরোপয়েন্টে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের তল্লাশী শেষে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরাও ব্যাগ তল্লাশী করে পাসপোর্টটিও এন্ট্রি করেন। সেখান থেকে পাসপোর্টটি নিয়ে হিলি ইমিগ্রেশনের দিকে কয়েক গজ আসতে থাকলে এসময় বিজিবি’র গোয়েন্দা সদস্য মো: জাকির হোসেন (এফএস) এক বিজিবি সদস্যের মাধ্যমে সাংবাদিক লুৎফরকে পিছন দিক থেকে ডেকে নিয়ে পুনরায় ব্যাগটি তল্লাশীর পাশাপাশি তার শরীরেও তল্লাশী করতে থাকেন। এসময় তিনি বিজিবি’র ওই গোয়েন্দা সদস্য জাকিরের অনৈতিক কার্যকলাপ দেখে হতবাক হয়ে পড়েন। সাংবাদিক লুৎফর আরও অভিযোগ করেন, বিজিবি সদস্যরা আমাকে পুনরায় তল্লাশীর নামে হয়রাণী করেছেন এবং শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়ে তল্লাশী করেছেন। যা একজন পাসপোর্টধারী যাত্রীর জন্য বিব্রতরকর এবং অসম্মানজনক। এব্যাপারে ঘটনাটির তদন্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হিলি ইমিগ্রেশন ওসির সহ বিজিবি কোম্পানী কমান্ডারের কাছে অভিযোগ করেছেন। অপর এক ব্যবসায়ী তাহকিক হাসান তার অভিযোগে বলেন, তাকেও হয়রানী সহ বিজিবি হাবিলদার হাবিব ও নায়েক রাকিব তাকে তল্লাসির নামে হয়রানীসহ অকথ্য ভাষায় গালমন্দ করেন। তিনি বলেন কেউ প্রতিবাদ করলে তাকে মালামাল দিয়ে চালান দেওয়া হয় নতুবা গায়ে হাত তোলা হয়ে থাকে। তিনিও কাষ্টমসসহ বিজিবির উদ্ধর্তন কর্তৃগক্ষের নিকট এর বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন। কিন্তু প্রতিকার হচেছনা। হিলি সিপি ক্যাম্পের বিজিবি’র গোয়েন্দা সদস্য মো. জাকির হোসেন (এফএস) জানান, সাংবাদিক লুৎফর রহমানের ব্যাগ তল্লাশী করা হয়েছে। তার শরীরে হাত দিয়ে তল্লাশী করা হয়নি। এদিকে বিজিবির এখতিয়ার বর্হিভূত কার্যকলাপের কারণে পাসপোর্টযাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। একারণে হিলি চেকপোস্ট দিয়ে দিনদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে। এ ব্যাপারে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, সাংবাদিক লুৎফরের কাছ থেকে লিখিত পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
অভিযোগ সূত্রে প্রকাশ, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ৬১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি-২০১৯ পরীক্ষার ফরম ফিলাপে বিজ্ঞান বিভাগে সেন্টার খরচ সহ ২০১৫/- টাকা ও মানবিক বিভাগে ১৮৫০/- টাকা। তা সত্ত্বেও নিজ ক্ষমতার বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীদের নিকট থেকে ৩,০০০ টাকা ও মানবিক বিভাগে ২,৯০০ টাকা হারে নেওয়া হচ্ছে। এব্যাপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান। এব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানাতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফরমফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের নিকট এক অভিভাবক মৌখিক অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এব্যাপারে অভিভাবক মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest