একুশে সংবাদ পত্রিকার বরিশালের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

একুশে সংবাদ পত্রিকার বরিশালের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশাল নগরীতে সাংবাদিকের উপর হামলা বসতঘর ভাঙচুর এবং লুটপাট গত ২৬.০৪.২০২০ তারিখে পূর্বপরিকল্পিত ভাবে সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদের বসত বাড়ীতে সন্ত্রাসী মোঃ রুবেল ও মোহাম্মদ হীরাসহ অজ্ঞাত নামা ৭ থেকে ৮ জন সন্ত্রাসী বসত বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় এতে বাধা দিতে গেলে তার স্ত্রী লুনা আত্মার আহত হন অভিযোগ সূত্রে জানা যায় যে সন্ত্রাসী রুবেল ভারত থেকে চোরাই পথে মাল এনে ঢাকা বায়তুল মোকাররমের সামনে ফুটপাতে বিক্রি করে কিছুদিন আগে রুবেল ও তার ভাই হীরা ঢাকা থেকে বরিশাল আসে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার কথা কিন্তু তারা তা অমান্য করে এবং তারা এলাকায় এসে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য সেবন ও বিক্রি করে এই ব্যাপারে বাধা দিলে সন্ত্রাসীরা ২৬.০৪.২০২০ বেলা ৩ ঘটিকার সময় তার বসত বাড়িতে ঢুকে অতর্কিতভাবে সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদের উপর হামলা চালায় এতে তার স্ত্রী মোছাম্মদ রুনা আক্তার বাধা দিলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং তার গলায় থাকা আট আনা স্বর্ণের চেইন আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার টাকা তা নিয়ে যায় এবং তাহার আলমারির ভিতরে থাকা নগদ ২৬ হাজার ৫০০ টাকা নিয়ে যায় এবং তার ঘরে থাকা একটি স্যামসাং গ্যালাক্সি সেট যার বাজার মূল্য আনুমানিক ১৮০০০ হাজার টাকা তা নিয়ে যায় এবং হামলার বসতঘরের ব্যাপক ক্ষতিসাধন হয় এরপর স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় এখন সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদ নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ব্যাপারে সৈয়দ আবুল কালাম আজাদ বাদী হয়ে কাউনিয়া মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন এই ব্যাপারে আমরা সাংবাদিক মহলের পক্ষ থেকে সন্ত্রাসী রুবেল ও হীরাসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest