টাঙ্গাইলের মধুপুরে আনসার ও ভিডিপির ৩০০ সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

টাঙ্গাইলের মধুপুরে আনসার ও ভিডিপির ৩০০ সদস্যের  মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে টাংগাইলের মধুপুর উপজেলা আনসার ভিডিপি ও গ্রামপ্রতিরক্ষা তিনশত সদস্য সদস্যার মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা আনসার ভিডিপি ও গ্রামপ্রতিরক্ষার উদ্যোগে মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে উপজেলার জলছত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপির সদস্য- সদস্যাদের সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাউল,তেল,আলু,পিঁয়াজ,সাবান ও মাস্ক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা বেগম লাভলী, প্রশিক্ষক মো: ইয়াকুব আলী, কোম্পানি কমান্ডার মো: সেলিম আহম্মেদ,বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দল নেত্রীগন। এসময় আনসার ও ভিডিপির সদস্য- সদস্যাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই গ্রামের সাধারণ মানুষকে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন ও তাদের সচেতন করবেন। তাদেরকে ঘরে থাকার জন্য অনুরোধ করবেন, কেননা এ যুদ্ধে জয় লাভ করতে হলে আমাদের সকলকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘরে থাকতে হবে। সরকার তাদের পাশে আছে, তাই সবাইকে সরকারের সকল নির্দেশনা মতো চলতে অনুরোধ করবেন। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা করোনার প্রার্দুভাব থেকে রক্ষা পাবো।ইনশাআল্লাহ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest