এই প্রথম বাংলাদেশের কোন সাংসদ করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ২, ২০২০

এই প্রথম বাংলাদেশের কোন সাংসদ করোনাভাইরাসে আক্রান্ত
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার জনপ্রতিনিধি যুক্ত হলেন। নঁওগা-২ আসনের সংসদ সদস্যে শহীদুজ্জামান সরকার করোনা পজেটিভ। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ৪ নং ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (১মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্যের করোনা পজেটিভ ধরা পড়ল। রাজধানীর ন্যাম ভবনের ৪ নম্বর ভবন লকডাউন করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest