শেষ পর্যন্ত সাগরে ভাসা রোহিঙ্গারদের পাঠানো হলো ভাসানচরে

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ৩, ২০২০

শেষ পর্যন্ত সাগরে ভাসা রোহিঙ্গারদের পাঠানো হলো ভাসানচরে
মোহাম্মদ মাহমুদুল হাসান |
বিশেষ প্রতিনিধি |
সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের একটি ছোট দলকে অবশেষে বাংলাদেশই আশ্রয় দিল। করোনার সংক্রমণ রোধ এবং কক্সবাজারে স্থান সংকুলানের অভাবে নতুন আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের নেওয়া হচ্ছে ভাসানচরে। মিয়ানমার থেকে দালালদের মাধ্যমে পালিয়ে এসে বাংলাদেশে প্রবেশের সময় আটক প্রায় ৭০ রোহিঙ্গাকে প্রথমবারের মতো ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ রোহিঙ্গারা প্রথমে মিয়ানমার থেকে দালালদের মাধ্যমে পালিয়ে বড় ট্রলারে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে। পরে তারা বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করলে সে চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়। এরপর ট্রলারটি মিয়ানমারের দিকে গিয়ে নতুন কৌশল হিসেবে ছোট ছোট দলে ভাগ করে ডিঙি নৌকা ধরে বাংলাদেশের সীমান্তে আসে। এক শ্রেণির বাংলাদেশি দালালই তাদের নিয়ে আসে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। এ দালালদের পেছনে স্থানীয় কোনো কোনো এনজিওর ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। আর ডিঙি নৌকায় আসা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হচ্ছে। ভাসানচরে পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আর জায়গা দেওয়া সম্ভব নয়। এ কারণে যারা গতকাল (শনিবার) এসেছে, তাদের ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, কোস্ট গার্ডের সহায়তায় তাদের ভাসানচরে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের এ দলে প্রায় ৭০ জনের মতো রয়েছে। তবে মন্ত্রণালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের দলটিকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের সেখানে পাঠানোর মূল কর্মসূচি শুরু হচ্ছে না। মিয়ানমার থেকে যারা এসেছে তাদের মধ্যে করোনা আক্রান্ত থাকতে পারে এ আশঙ্কা থেকেই দলটিকে মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশতে দেওয়া হয়নি। সতর্কতার অংশ হিসেবেই পাঠানো হয়েছে ভাসানচর। গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এরমধ্যে এ রোহিঙ্গা দলকে গ্রহণ করতে হলো।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest