ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
বরিশাল অফিস::
বরিশালে সোহেল রাঢ়ীর নেতৃত্বে ছাত্রদলের ঝটিকা মিছিল ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক !! ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে জেলা ছাত্রদলের সোহেল রাঢ়ীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
আজ সোমবার (২৩ই) সেপ্টেম্বর বিকালে নগরীর সদররোড, ফকিরবাড়িসহ কয়েকটি স্থান থেকে এরা বিক্ষোভ মিছিল বেড় করে দলীয় কার্যালয়ে আসে।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে আসা বিক্ষোভ মিছিল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।
এসময় সোহেল রাঢ়ীর তার বক্তব্যে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান, হামলাকারীদের দৃষ্টান্তমূলক সাস্তি দাবি করেন। প্রতিটি ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহ অবস্থান নিশ্চিত করা, সাধারন জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেয়া এবং দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলনেতা রুবেল,মাসুম,রাজিব আহাম্মেদ, উজ্জ্বল, ইসতি,এমরান,রাজীব হোসেন, রয়েল, তাজ, সদর উপজেলা ছাত্রদল নেতা মারুফ হোসেন, হিজবুল, আলআমিন, প্রমুখ।
ছাত্রনেতা বক্তরা অভিলম্ভে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেপতার সহ দৃষ্টন্তমূলক বিচারের দাবী জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST