রাজশাহীতে খুলে রাখা দোকানের ছবি তুলতে গিয়ে ৩ ফটো সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মে ৭, ২০২০

রাজশাহীতে খুলে রাখা দোকানের ছবি তুলতে গিয়ে ৩ ফটো সাংবাদিক লাঞ্ছিত
রাজশাহী ব্যুরো:
সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুলে রাখা দোকানের ছবি তোলায় রাজশাহীর তিন ফটোসাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ফটোসাংবাদিকেরা রাস্তায় বসে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
ওই ফটোসাংবাদিকরা হলেন, শহীদুল ইসলাম দুখু, আজম খান এবং মোখলেসুর রহমান মুকুল। তারা প্রত্যেকে রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য।
জানা গেছে, সরকারি নির্দেশনা মতে আগামী ১০ তারিখ থেকে শপিংমল খোলা যাবে। কিন্তু তার আগেই রাজশাহীর সাহেববাজার এলাকায় বিভিন্ন দোকানপাট খুলেছে। এক ফটোসাংবাদিক খুলে রাখা একটি দোকানের ছবি তুলছিলেন।
এ সময় সাহেববাজার এলাকার একটি দোকানের মালিক তার কর্মচারীদের নিয়ে ফটোসাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় অন্য দুজন তাকে রক্ষায় এগিয়ে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং এ ঘটনার প্রতিবাদ জানান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest