নাটোরে সদর হাসপাতালের ওটিতে কর্মরত স্বাস্থ্য কর্মির করোনা সনাক্ত।অপারেশন থিয়েটার লক ডাউন

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

নাটোরে সদর হাসপাতালের ওটিতে কর্মরত স্বাস্থ্য কর্মির করোনা সনাক্ত।অপারেশন থিয়েটার লক ডাউন
আবু মুসা, স্টাফ রিপোর্টারঃ
নাটোর সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে(ওটি)কর্মরত এক সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হওয়ায় লক ডাউন করা হয়েছে অপারেশন থিয়েটার।একই সাথে লকডাউন করা হয়েছে পাবনার দাশুড়িয়া গ্রামে অবস্থিত ওই স্বাস্থ্য কর্মির বাড়ি।শুক্রবার ছুটিতে নিজ গ্রামের বাড়িতে গিয়ে অবস্থান করছিলেন তিনি।এদিকে ওই নার্সের সংস্পর্শে থাকা এক চিকিৎসক সহ ৭ স্বাস্থ্য কর্মির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।এ নিয়ে জেলায় ৫ স্বাস্থ্য কর্মি সহ ১১ জন করোনায় আক্রান্ত হলেন।শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest