ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
হিলি দিনাজপুর প্রতিনিধি মোঃ লুৎফর রহমান || হিলিতে খোরপোশ থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তরপে উপায় নির্ধারণে কৃষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনের উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীনসহ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা উপস্থিত কৃষকদের উদ্দ্যেশে বলেন,আমরা যে খোরপোশ কৃষির মধ্যে আছি সেটা থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদেরকে বাণিজ্যিক কৃষিতে ঝুঁকতে হবে। তাহলে দেশেএগিয়ে যাবে আমরাও উন্নত হতে পারবো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST