তালতলী উপজেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ১১, ২০২০

তালতলী উপজেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী গত ১৩ ফেব্রুয়ারি তালতলী উপজেলা শিল্পকলা একাডেমীর ১৫ সদস্য বিশিষ্ট প্রথম কমিটির অনুমোদন করেন। গত ১ মে অনুমোদিত কমিটির কপি তালতলী উপজেলায় পৌঁছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং নাট্য ও সংস্কৃতি কর্মী দিলশাত জাহান এলিচকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি মো. আবু সিদ্দিক, খেনচানে , যুগ্ন সম্পাদক জিয়াউল হক রুবেল, মো. সিদ্দিকুর রহমান , কোষাধ্যক্ষ মো.মাহবুবুর রহমান, সদস্য মো. আ. হালিম, বেগম শামীমা আক্তার, মল্লিকা রত্না, রতন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চিন খান মং, নুরুল হক হাসান ও লুৎফুন্নাহার সোনিয়া। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলশাত জাহান এলিচ বলেন, আমার অনেক দিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ পেয়েছে। তালতলী উপজেলাকে সংস্কৃতিবান্ধব করে গড়ে তোলা সময়ের চাহিদা। কেউ এককভাবে কোনো কিছুর পরিবর্তন আনতে পারেনা। সবাই মিলে এই জায়গাটাকে সমৃদ্ধ করতে হবে। সব জায়গায়ই সংকট রয়েছে। সংকটের মাঝেই কাজ করে যেতে হবে। তালতলীর ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতি সারাদেশ তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং এই অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করাই তালতলী শিল্পকলা একাডেমির মূল লক্ষ্য থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest