মে মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০২০

মে মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
মে মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। সোমবার ১১ মে তিনি বলেছেন, ‘মে মাসকে মাথায় রেখেই আমাদের কার্যক্রম চলছে। ঢাকার বাইরের উত্তরপত্র আনতে ইতোমধ্যে ডাক বিভাগ কাজ শুরু করেছে। বড় কোনো সমস্যা না থাকলে চলতি মাসেই ফল প্রকাশ করা যাবে।’ টানা ৪১ দিন বন্ধ থাকার পর সব শিক্ষা বোর্ড আংশিক খোলা হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ডাক বিভাগের সহায়তায় উত্তরপত্র বা ওএমআর শিট (অপটিক্যাল মার্ক রিডার) বোর্ডে পাঠানো হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, করোনা প্রাদুর্ভাবের মধ্যে চলতি মে মাসের শেষের দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে দেশের সব পরীক্ষকের কাছে জমা থাকা উত্তরপত্র ১০ মে’র মধ্যে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে বোর্ড অফিসে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের সুযোগ রয়েছে তারা যেন সরাসরি বোর্ডে এসে উত্তরপত্র জমা দিয়ে যান। তবে শহরের বাইরে যারা রয়েছেন কিংবা যাদের পোস্ট অফিসের সুযোগ নেই তাদের উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উত্তরপত্র জমা দিতে বলা হয়েছে। প্রত্যেক শিক্ষা বোর্ডের তালিকায় থাকা প্রধান পরীক্ষকদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা নিজ দায়িত্বে পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে উত্তরপত্র নিজ নিজ শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস করে পরীক্ষা ফল জানা যাবে।

alokito tv

Pin It on Pinterest