গুজব ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

গুজব ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন, একটি কুচক্রি মহল দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে বেড়ায়। তারা চায় না এ দেশ উন্নয়নের পথে এগিয়ে যাক। গুজব ছড়িয়ে কোনো মহল বা গোষ্ঠি সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শীঘ্রই কুশিয়ারা সেতুসহ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের সকল কাজ সম্পন্ন হবে। পরিকল্পনামন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়া বন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ গভর্নিংবডির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আলা উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সিরাজুল ইসলাম কবিরী, পরিকল্পনামন্ত্রী’র একান্ত সচিব হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ্ আবু ঈমানী, অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নয়া বন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest