তালতলীতে দুই টাকায় ইফতার

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

তালতলীতে দুই টাকায় ইফতার
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার শ্রমজীবী মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্য শিখা সোশ্যাল অর্গাইনাইজেশন । বুধবার (১৩ মে) বিকেলে ৪ টায় উজ্জ্বল চত্বরের সামনে শতাধিক রিকশা-ভ্যানচালক এবং দিনমজুরের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার হিসেবে ইফতারির প্যাকেটে আপেল,বুট, মুড়ি, পিয়াজু, খেজুর ও বেগুনী খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো তালতলীতেও নিম্ন আয়ের দিনমজুর, শ্রমজীবী মানুষেরা আয়-রোজগার করতে পারছেনা। রমজানে ইফতার সামগ্রী তৈরি ও কেনার সামর্থ্য তাদের নেই। এ জন্য সূর্য শিখা সোশ্যাল অর্গাইনাইজেশন ‘ এর উদ্যোগে রমজানে দুই টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অন্তর, এছাড়ও , সদস্য রাকিব, ওবাইদুল,মহিবুল,তুহিন,অনিক, পারভেজ, জাকারিয়া,রিফাত লিজা,মিতু সহ অনেকে উপস্থিত ছিলো। ইফতার পাওয়া শ্রমজীবীরা জানান, লকডাউনের কারণে তাদের আয় রোজগার নেই। ইফতার কিনতে পারেন না। দুই টাকার বিনিময়ে ইফতার পেয়ে তারা আনন্দিত। সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অন্তর বলেন, ‘শ্রমজীবী মানুষের জন্য আমাদের এ আয়োজন শেষ রমজান পর্যন্ত চলবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest