নলছিটি ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

নলছিটি ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

এম কে ,কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি,

আর এই নির্বাচনকে সামনে রেখে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে জনপ্রিয়তায় রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মেয়র, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব তসলিম উদ্দিন চৌধুরী।

নির্বাচনী হাওয়ায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে ।

নলছিটি উপজেলার ১০ টি ইউনিয়নকে এক টি পৌরসভা কে, একটি আধুনিক ইউনিয়নে রূপ দিতে নিয়মিত করছেন উঠান বৈঠক ও নির্বাচনী প্রচার প্রচারণা।

এসময়, বক্তব্য রাখেন : নলছিটি উপজেলার চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান,চলো কুটির জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন মল্লিক, সুবিদপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মানান শিকদার, সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ফোরকান, সুবিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল গফফার খান, নলছিটি উপজেলার আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক আমির সোহেল মল্লিক,

সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ-র, যুগ্নু সাধারণ সম্পাদক শাহিন খান,মনির মেম্বার, সহ ছাত্রলীগ যুবলীগ, কৃষক লীগ মহিলা লীগ তাঁতিলিক সহ অঙ্গ সংগঠন।
এসময় প্রধান অতিথি বক্তব্যবে
তিনি বলেন, জনগণই আমার শক্তি। জনগণ আমাকে ভালোবাসে। আমি আশাবাদী আগামী ২১ তারিখ সারাদিন উৎসবমুখর পরিবেশে এই উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে নলছিটি উপজেলাকে একটি স্মার্ট, উপজেলা উপহার দেবো।

এবং মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, কিশোরগ্যাংমুক্ত করাই হবে আমার প্রথম নির্বাচনী ইশতেহার। এসময় তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে জনগণকে নিয়ে, কাজ করবেন তিনি। সেইসাথে বেকার সমাজকে, কর্মসংস্থানমূলক কাজেও কৃতিত্ব রাখতে চান সাবেক এই নেতা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest