ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে এক কেজি গাঁজাসহ মোহম্মদ রাসেল তালুকদার এক যুবক আটক করেছে নলছিটি থানা পুলিশ।
জানা গেছে ১৪ মে রাত সারে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় অভিযান চালায়। এসময় রাসেল পার্শ্ববর্তী নালার মধ্যে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং পলিথিনের ব্যাগটি উদ্ধার করে। উদ্ধার করা পলিথিনের ব্যাগে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক রাসেল তালুকদার পৌরসভার সূর্যপাশা এলাকার ইউনুস তালুকদারের ছেলে বলে জানিয়েছেন ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান এশার ওয়াক্তের পরে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকা থেকে মোঃ রাসেল তালুকদার নামের একজনকে এক কেজি দুইশো গ্রাম গাঁজাসহ
আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST