দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।
রবিবার(১৩ই মে) আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে তিনি তাঁর প্রত্যাশিত আনারস প্রতীক পান।
জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এ প্রতীক বরাদ্দ করেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীর মধ্যে মাওলানা রুহুল আমিন (ঘোড়া), হারুন অর রশীদ হাওলাদার (মোটরসাইকেল), শাহজাহান শিকদার (দোয়াতকলম) ও কাওসার আমিন হাওলাদার (কাপপ্রিস)প্রতিক। ভাইসচেয়ারম্যান এ্যাড. মাঈনুল হোসেন রুবেল(টিউবওয়েল), রেজাউল হক রাজন (চশমা), আঃ রশিদ হাওলাদার(বই), মো.মিজানুর রহমান মৃধা (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজওয়ানা হিমেল (কলস), নাজমুনাহার শিরিন(হাঁস), শিরিন আক্তার মিনু(ফুটবল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।
আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছিলেন, তৃতীয় ধাপে চেয়াম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন; মোট ১৫৮৮ জন প্রার্থী মোনয়নপত্র দাখিল করেছেন।
তবে বাছাই, আপিল শেষে এই সংখ্যা এদিক সেদিক হতে পারে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest