ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝলকাঠি সরকারি কলেজ শাখার উদ্যগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারি কলেজ শাখার সভাপতি, মোঃ কাওসার হোসেন সিদ্দিকী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝলকাঠি জেলা শাখার সভাপতি, মোহাম্মদ ইব্রাহীম খলীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি,মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরদার,আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি সরকারি কলেজ শাখার সহ-সভাপতি, মোঃ আলিম সরদার সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে। এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। এছাড়া ইসরাইলি সকল পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest