ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪
বিশেষ প্রতিনিধিঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালীর দুমকিতে কাপপিরিচ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারের চারজন কর্মী-সমর্থককে ১১হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় মোটরসাইকেল মহড়া ও মিছিল দিয়ে লেবুখালীর পাগলা পায়রা পয়েন্ট অতিক্রম করে পটুয়াখালী যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের আটক করে এসব জরিমানা আদায় করে ছেড়ে দেন। উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাহি মেজিষ্ট্রেট (ইউএনও) মো: শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের দায়ে কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারের চার কর্মী-সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST