করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সাবেক কাউন্সিলর মজিদা বোরহান

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সাবেক কাউন্সিলর মজিদা বোরহান
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :-
মহামারি করোনাভাইরাস থমকে দিয়েছে গোটা বিশ্বকে। করোনায় চরম পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশেও। আর তাই প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় লকডাউন চলছে বরিশাল জেলা এবং সিটি কর্পোরেশন এলাকায়। আর তাই কর্মহীন অবস্থায় গৃহবন্দি হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষ। তাদের সাহায্য সহযোগিতায় যে যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন। তবে চরম এই পরিস্থিতিতে জনগণের পাশে জনপ্রতিনিধিদের এগিয়ে না আসার বিষয়টি নিয়ে শুরু থেকেই রয়েছে কিছুটা বির্তক। সেই বিতর্কের উর্ধ্বে থেকে করোনার এই দুর্যোগের সময়ে নিজের দায়বদ্ধতার স্থান থেকে জনগণের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নিয়ে এগিয়ে এসেছেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিদা বোরহান। তিনি তার স্বামী, ছেলে, মেয়ে এবং জামাতার সহযোগিতায় তিনটি ওয়ার্ডের অসহায় এবং দুস্থ পরিবারে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে গত কয়েক দিনে ওয়ার্ডের তিনশত পরিবারে তারা পৌঁছে দিয়েছেন ঈদ উপহার স্বরূপ আর্থিক সহায়তাসাবেক কাউন্সিলর মজিদা বোরহান এর হয়ে তার বড় ছেলে আলহাজ্ব রাজু আহমেদ, ছোট ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুজন, মেয়ে হালিমাতুস সাদিয়া আখি ও সোনিয়া আক্তার সুখি প্রতিটি অসহায় পরিবারে গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়ে আসছেন। আর প্রবাসে বসে মহৎ এই কাজের সার্বিক সহযোগিতা করছেন সাবেক কাউন্সিলর মজিদা বোরহানের মেয়ে জামাই মো. ইমরান হাসান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest