খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোকিত সময় ডেক্সঃ ভারত এবং বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির প্রথম টেস্ট উদ্বোধন করতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ ৬০ জন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই প্রধানমন্ত্রীর এই সফর। এদিনে দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য স্বাক্ষাতের কথা রয়েছে। পরে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাত আটটায় ইডেন গার্ডেনস স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

 


alokito tv

Pin It on Pinterest